ফরিদপুর: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুর জেলায় একটি ২৩ সদস্যের সমন্বয় কমিটি গঠন করেছে। গত সপ্তাহে সৈয়দা নীলিমা দোলাকে প্রধান সমন্বয়কারী এবং এসএম জাহিদ, সাইফ হাসান, জিল্লুর রহমান, বায়েজিদ হোসেন ও কামাল হোসাইনকে যুগ্ম সমন্বয়কারীসহ ১৭ জন সদস্য নিয়ে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির মেয়াদ আহ্বায়ক কমিটি গঠন পর্যন্ত কার্যকর থাকবে। তবে, কমিটি গঠন প্রক্রিয়ায় যাচাই-বাছাইয়ের ঘাটতি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সমালোচনা দেখা দিয়েছে।
ভাঙ্গা উপজেলার এনসিপির প্রধান সমন্বয়কারী আশরাফ হোসেন বলেন, “এনসিপি ২০২৪ সালের গণঅভ্যুত্থান থেকে জন্ম নিয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ পরিবারতন্ত্রকে প্রাধান্য দিলেও আমরা তা বিবেচনা করি না। সৈয়দা নীলিমা দোলা গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নিয়ে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তার ভূমিকা ছিল সন্তোষজনক, এবং তিনি নিজ যোগ্যতায় জেলা সমন্বয়ক প্রধান হয়েছেন। তার পরিবারের পটভূমি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।”
তিনি আরও বলেন, “সঠিক যাচাই-বাছাই হলে এ ধরনের পরিস্থিতি এড়ানো যেত। তবে নীলিমা দোলার নেতৃত্বে ফরিদপুরে এনসিপির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমরা আশাবাদী।”
কমিটি গঠনের পর থেকে কিছু নেতাকর্মী অসন্তোষ প্রকাশ করেছেন, অভিযোগ করে বলেছেন যে, যোগ্য ব্যক্তিদের পরিবর্তে অপেক্ষাকৃত কম সক্রিয় ব্যক্তিরা স্থান পেয়েছেন। এনসিপি নেতৃত্ব এসব অভিযোগ খতিয়ে দেখে সমাধানের আশ্বাস দিয়েছে।
এ.আই/এম.আর