ঢাকা, ১৬ জুন ২০২৫: রাজধানীর বাড্ডা এলাকায় মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে গুলিবিদ্ধ হয়ে আনোয়ার হোসেন নামে এক শীর্ষ মাদক কারবারি মারা গেছেন। নিহত আনোয়ারের বিরুদ্ধে ১১টি মামলা রয়েছে বলে জানা গেছে।
গত ৮ মে রাতে বাড্ডার ভূঁইয়া বাড়ির মোড় এলাকায় আনোয়ারকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়। এতে চারটি গুলি তার শরীরের বিভিন্ন স্থানে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও গত রোববার (১৫ জুন) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা যান।
আনোয়ারের ভাগিনা সিনবাদ জানান, তার মামা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে অন্য একটি মাদক কারবারি গ্রুপের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই ৮ মে রাতে নুরা, তুহিন, রাসেল, হেলাল, নয়ন, শুটার সালাউদ্দিন, কাইল্লা ইউসুফ, দেলোয়ার, শাওন, রতন ও ফর্মা সুমন নামে মাদক কারবারিরা এই হামলায় অংশ নেয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এই গুলির ঘটনা সম্পর্কে তারা প্রাথমিকভাবে অবগত ছিলেন না। রোববার ঘটনাটি জানার পর তারা ঢাকা মেডিকেলে যান এবং জানতে পারেন যে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের কারণে এই হামলা হয়েছে। আনোয়ারের বিরুদ্ধে একটি মারামারি ও ১০টি মাদকের মামলা রয়েছে। এ ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা (নং-১৫) দায়ের করা হয়েছে।
এ.আই/এম.আর