সৌদি আরবে অবস্থানরত মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসাধারী প্রবাসীদের জন্য স্বস্তির খবর এনেছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর জাওয়াজাত। একটি নতুন ঘোষণায় বলা হয়েছে, যেসব প্রবাসীর ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা আগামী ৩০ দিনের মধ্যে বৈধভাবে নিজ দেশে ফিরতে পারবেন। এই সুযোগ কার্যকর হয়েছে ২৬ জুন, ২০২৫ থেকে, যা হিজরি ক্যালেন্ডারের ১ মহররম।
সৌদি গ্যাজেটের প্রতিবেদন অনুযায়ী, এই সুযোগের আওতায় মেয়াদোত্তীর্ণ ভিসাধারীরা নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে চূড়ান্ত প্রস্থানের (ফাইনাল এক্সিট) জন্য আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সৌদি সরকারের ইলেকট্রনিক প্ল্যাটফর্ম ‘আবশের’-এর মাধ্যমে, যেখানে তাওয়াসুল সেবা ব্যবহার করে এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
জাওয়াজাত কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে, যারা এই সুযোগ গ্রহণ করতে চান, তারা যেন ৩০ দিনের মধ্যে আবেদন সম্পন্ন করেন। নির্ধারিত সময়ের পরে আবেদন না করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা অতিরিক্ত জরিমানার মুখোমুখি হতে হতে পারে। এই সুবিধা কেবলমাত্র তাদের জন্য প্রযোজ্য, যাদের ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়েছে এবং যারা সৌদি আরব ত্যাগ করে নিজ দেশে ফিরতে ইচ্ছুক।
যারা নিজে থেকে আবশের প্ল্যাটফর্মে আবেদন করতে অক্ষম, তারা পরিচিত কারো সহায়তা বা নিকটস্থ ভিসা সেবা কেন্দ্রের সহযোগিতা নিতে পারেন। এছাড়া, সাইবার ক্যাফেগুলোতেও এই প্রক্রিয়ায় সহায়তা পাওয়া যাবে।
সৌদি সরকার পূর্বেও এ ধরনের সুযোগ প্রদান করে আসছে, যাতে বিদেশি প্রবাসীরা জরিমানা বা শাস্তি ছাড়াই শান্তিপূর্ণভাবে নিজ দেশে ফিরতে পারেন। জাওয়াজাত মেয়াদোত্তীর্ণ ভিসাধারীদের এই সুযোগ কাজে লাগানোর জন্য উৎসাহিত করেছে।