ফেনী, ১১ মে ২০২৫ : ফেনীতে সাউথইস্ট ব্যাংকের সিলোনিয়া বাজার শাখার জুনিয়র অফিসার মো. জিয়াউল হক (৩৬) গ্রাহকদের সঞ্চিত অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। রোববার (১১ মে) সকালে ফেনী সদরের পাঠানবাড়ি এলাকা থেকে দাগনভূঞা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জিয়াউল হক ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পশ্চিম পাঠাননগর গ্রামের সালমান হাজি বাড়ির আবদুল হকের ছেলে। অভিযোগের ভিত্তিতে ব্যাংকের শাখা প্রধান কামরুজ্জামান গত ৬ মে দাগনভূঞা থানায় ৪০৯/৪২০ ধারায় একটি মামলা (মামলা নং-০৪) দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা যায়, জিয়াউল হক কৌশলে কয়েকজন গ্রাহকের জমাকৃত টাকা আত্মসাৎ করেছেন। মামলা দায়েরের পর জেলা পুলিশের একটি বিশেষ দল চারদিন ধরে ফেনী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় এবং অবশেষে ফেনী সদর থেকে তাকে গ্রেপ্তার করে।
সোনাগাজী-দাগনভূঞা সার্কেলের সহকারী পুলিশ সুপার তসলিম হোসাইন কালবেলাকে জানান, আসামিকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হবে। তিনি আরও বলেন, এ ধরনের আর্থিক প্রতারণা রোধে জেলা পুলিশ সবসময় সতর্ক রয়েছে এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করছে।
এ.আই/এম.আর