ঢাকা, ১৪ মে ২০২৫: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনের সঙ্গে দ্রুত আলোচনা করে শিক্ষার্থীদের দাবি সমাধানের আশ্বাস দিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, প্রতিটি বিষয়ে যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে ছুটে যাওয়ার প্রবণতা আর সহ্য করা হবে না, এবং সরকার এ ব্যাপারে কঠোর অবস্থান নেবে।
বুধবার (১৪ মে) যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে জবি প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। মাহফুজ জানান, শিগগিরই প্রধান উপদেষ্টা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন এবং শিক্ষার্থীদের তিন দফা দাবি সমাধানের চেষ্টা করা হবে। তিনি বলেন, “যৌক্তিক আন্দোলনের বিষয়ে সরকার কথা শুনবে, কিন্তু যেকোনো ঘটনায় যমুনায় ছুটে যাওয়ার প্রবণতা আর চলবে না। সরকার কঠোর ভূমিকা পালন করবে।”
মাহফুজ অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি চক্র তার ওপর হামলা চালিয়েছে। তিনি বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনে একটি পক্ষ ঢুকে তা স্যাবোটাজ করার চেষ্টা করছে। তারা কারা, তাদের নাম বলতে চাই না।” তিনি আরও বলেন, “যারা আমার ওপর হামলা করেছে, তারা জুলাইয়ের যোদ্ধা নয়। আন্দোলনের মধ্যে থেকে যারা হামলা করেছে, তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা উচিত।”
এ.আই/এম.আর