আন্তর্জাতিক ডেস্ক | ০১ মে ২০২৫
যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি খাতের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। বুধবার মার্কিন সিনেটর মার্কো রুবিও এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন। এর মাধ্যমে চীনের মতো দেশগুলোর কাছে ইরানের তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানি বন্ধে ট্রাম্প প্রশাসনের ‘সর্বোচ্চ চাপ’ কৌশল আরও শক্তিশালী হলো।
রুবিও বলেন, “ইরান তার তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির মাধ্যমে সন্ত্রাসী নেটওয়ার্ক, অস্থিতিশীল কার্যক্রম এবং আঞ্চলিক মিত্রদের অর্থায়ন করছে। আমরা এ বিষয়ে নীরব থাকতে পারি না।”
নতুন নিষেধাজ্ঞার আওতায় ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল পরিবহনের সঙ্গে জড়িত সাতটি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, এর মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতভিত্তিক।
এদিকে, আগামী শনিবার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক আলোচনার চতুর্থ দফা শুরু হবে। পূর্ববর্তী আলোচনাগুলো কিছুটা আশাব্যঞ্জক ছিল বলে জানা গেছে।
এ.আই/এম.আর