ঢাকা : আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকায় একটি র্যালির আয়োজন করে।
ফেডারেশনের ঢাকা মহানগর উত্তর ইউনিটের উদ্যোগে বৃহস্পতিবার সকালে রাজধানীর কাকরাইল মোড় থেকে এই র্যালি শুরু হয়।
র্যালিটি কাকরাইল থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পল্টন মোড়ে গিয়ে সমাপ্ত হয়। ফেডারেশনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুহিব্বুল্লাহর নেতৃত্বে এতে অংশ নেন ফেডারেশনের উপদেষ্টা নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, আতাউর রহমান সরকার, কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভুইয়া এবং মহানগরী উত্তরের সেক্রেটারি এ এইচ এম আতিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
র্যালি শ্রমিকদের অধিকার ও কল্যাণের গুরুত্ব তুলে ধরে, রাজধানীতে মে দিবসকে উৎসবমুখরভাবে উদযাপন করে।
এ.আই/এম.আর