নিজস্ব প্রতিবেদক: হস্তশিল্প, কারচুপি ও হ্যান্ড এমব্রয়ডারি শ্রমিক ফেডারেশন বিদেশি পোশাক, বিশেষ করে ভারতীয় সম্পূর্ণ পোশাক আমদানির উপর নিষেধাজ্ঞার দাবি জানিয়েছে। ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে সংগঠনটি বৃহস্পতিবার (১ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. ইব্রাহীম হাসান মিঠু। তিনি বলেন, রাজনৈতিক দলের প্রভাবাধীন শ্রমিক সংগঠন, অকার্যকর শ্রম আইন এবং অনানুষ্ঠানিক খাতে আটকে থাকা কোটি শ্রমিকের করুণ অবস্থার কারণে মহান মে দিবসের তাৎপর্য আজ প্রশ্নের মুখে।
সংগঠনটি তাদের ৯ দফা দাবি তুলে ধরে, যা নিম্নরূপ:
বয়স্ক শ্রমিকদের জন্য বয়স্ক ভাতা প্রদান এবং শ্রমিকদের আবাসনের ব্যবস্থা করা।
রেমিট্যান্সে অবদানের জন্য শ্রমিকদের সরকারি উদ্যোগে বিদেশে পাঠানো এবং কর্মস্থলের মান নিশ্চিত করতে ইনকোয়েরি সেল গঠন।
শ্রমিকদের অযৌক্তিকভাবে বহিষ্কার নিষিদ্ধ করা, বর্তমান বাজার অনুযায়ী বেতন নির্ধারণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা।
ভারতীয় বা বিদেশি সম্পূর্ণ পোশাক আমদানির উপর নিষেধাজ্ঞা আরোপ।
সময়মতো বেতন ও ওভারটাইমের অর্থ প্রদানের ব্যবস্থা।
হস্তশিল্প শিল্পকে বাঁচাতে প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দক্ষতা উন্নয়নের ব্যবস্থা। শ্রম আইনের কঠোর বাস্তবায়ন এবং এর কার্যকর প্রয়োগ নিশ্চিত করা।
শ্রম আদালতের সংস্কার ও ডিজিটালাইজেশন এবং দ্রুত বিচারের জন্য সময়সীমা নির্ধারণ।
রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন শ্রমিক সংগঠন গঠন, নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ এবং অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য স্বাস্থ্য, আবাসন ও সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণে বিশেষ নীতিমালা প্রণয়ন। এছাড়া, আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ বাস্তবায়নে সরকার, শ্রমিক প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সমন্বয়ে নিরপেক্ষ মনিটরিং সেল গঠন।
ফেডারেশন সরকারের কাছে এই দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে হস্তশিল্প শ্রমিকদের অধিকার ও জীবনমান সুরক্ষার আহ্বান জানিয়েছে।
এ.আই/এম.আর