ঢাকা, ১ মে ২০২৫: ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ প্রতিপাদ্যে সারাদেশে মহান মে দিবস পালিত হয়েছে। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অনুষ্ঠানে শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। তারা গত ১৫ বছরে শ্রমিক নির্যাতনের বিচার দাবি করেন এবং শ্রমিকদের অধিকার, শ্রম বান্ধব আইন, এবং শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা বিমার গুরুত্ব তুলে ধরেন।
শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ বলেন, কমিশনের সুপারিশগুলো মে দিবসের চেতনাকে প্রতিফলিত করে। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের আগমনের পর শ্রমিকদের জন্য নতুন উদ্যোগ শুরু হয়েছে। শ্রম আইন সংশোধনের পদক্ষেপ নেয়া হয়েছে এবং দক্ষতার ভিত্তিতে কর্মসংস্থান অধিদফতর গঠনের কাজ চলছে।
অনুষ্ঠানে জানানো হয়, সারাদেশে শ্রমিকদের জন্য স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। শ্রমিকদের জন্য হটলাইন চালু করা হয়েছে এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহতদের আর্থিক সহায়তা দেয়া হচ্ছে। শ্রম সংস্কার কমিশন সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে সংস্কার বাস্তবায়নের কাজ শুরু হবে।
ঢাকার বাইরেও দেশের প্রায় সব জেলায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মে দিবস পালিত হয়েছে। শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সংগঠনগুলো এই দিবসটি উদযাপন করেছে।
এ.আই/এম.আর