ঢাকা, ১২ মে, ২০২৫ : মিরপুরের শেওড়াপাড়ায় জোড়া খুনের ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। নিহতরা ছিলেন তার খালা। সোমবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম।
যুগ্ম পুলিশ কমিশনার জানান, সাইকেল কেনার জন্য টাকা সংগ্রহের উদ্দেশ্যে গত শুক্রবার গোলাম রব্বানী তার খালার বাসায় যায়। সুযোগ বুঝে সে খালার বেডরুমের আলমারি থেকে টাকা চুরি করে। ঘটনাটি তার খালা দেখে ফেলেন এবং সবাইকে জানানোর হুমকি দেন। ক্ষিপ্ত হয়ে ওই কিশোর ছুরি দিয়ে খালাকে আঘাত করে। ঘটনার সাক্ষী হওয়ায় আরেক খালাকেও ছুরিকাঘাত করে সে।
মৃত্যু নিশ্চিত করতে শিলপাটা দিয়ে তাদের মাথা থেঁতলে দেওয়া হয়। সিসিটিভি ফুটেজ ও আসামির গতিবিধি যাচাই করে পুলিশ তাকে গ্রেফতার করে। এ ঘটনায় নিহতের পরিবার মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
এ.আই/এম.আর