ঢাকা, ৫ মে ২০২৫ :রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) তেজকুনিপাড়া ও দিয়াবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে মোট সাড়ে ১০ লাখ টাকা জরিমানা আদায় করেছে এবং ১৫টি বিদ্যুৎ মিটার জব্দ করেছে।
রাজউকের জোন ৫/১ এর তেজকুনিপাড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৯টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করে। এ সময় ৪টি বিদ্যুৎ মিটার জব্দ করা হয় এবং ৭টি ভবনের রাজউকের অনুমোদিত নকশার ব্যত্যয়কৃত অংশ অপসারণ করা হয়। ভবন মালিকদের মোট ১.৫ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে অথরাইজড অফিসার মো. হাসানুজ্জামান, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক ও অন্যান্য পরিদর্শকরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, রাজউকের জোন ১/১ এর দিয়াবাড়ির সোনারগাঁও জনপথ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকারের নেতৃত্বে আরেকটি ভ্রাম্যমাণ আদালত ১০টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করে। এ সময় ১০টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, ১১টি মিটার জব্দ করা হয় এবং ব্যত্যয়কৃত অংশ অপসারণ করা হয়। ভবন মালিকদের মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া, মালিকদের কাছ থেকে ৩০০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে নকশা ব্যত্যয় না করার অঙ্গীকারনামা আদায় করা হয়। অভিযানে অথরাইজড অফিসার মো. আবিল আয়াম, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক ও অন্যান্য পরিদর্শকরা উপস্থিত ছিলেন।
রাজউক রাজধানীতে নির্মাণ বিধিমালা প্রয়োগে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।
এ.আই/এম.আর