ঢাকা, ১৪ মে ২০২৫: রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনরত ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের ওপর পুলিশ লাঠিচার্জ করেছে। বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে, যার ফলে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নিয়েছেন।
সকাল থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন। সেখান থেকে তারা শাহবাগের দিকে মিছিল শুরু করেন। শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড স্থাপন করলেও শিক্ষার্থীরা তা ভেঙে মোড়ে অবস্থান নেন, যার ফলে প্রায় ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশের লাঠিচার্জের পর শিক্ষার্থীরা প্রতিরোধের চেষ্টা করলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
লাঠিচার্জে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে তিনজন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এবং একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আভি শেখ নামে এক শিক্ষার্থী বলেন, “আমরা পুলিশের কাছে ১০ মিনিট সময় চেয়েছিলাম, কিন্তু তারা আমাদের সে সুযোগ না দিয়ে লাঠিচার্জ শুরু করে। এতে আমাদের অনেক ভাই-বোন আহত হয়েছেন। তিনজন এখন বাংলাদেশ মেডিকেলে ভর্তি।”
লাঠিচার্জের পর শিক্ষার্থীরা শহীদ মিনারে অবস্থান নিয়ে বৈঠক করছেন। আভি শেখ আরও বলেন, “আমরা এখন শহীদ মিনারে আছি। এখানে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত জানাব।”
দিনের শুরুতে শিক্ষার্থীদের অবরোধের কারণে পথচারী ও যানবাহন চালকদের সঙ্গে তর্কাতর্কি হয়। পুলিশ মোড় থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার পর শাহবাগে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এ.আই/এম.আর