ঢাকা, ১১ মে, ২০২৫ :ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, ঢাকা রেঞ্জে নিষিদ্ধ সংগঠনের কোনও কার্যক্রম চলতে দেওয়া হবে না।
যারা নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (১১ মে) সকালে সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই নির্দেশনা দেন।
ডিআইজি মল্লিক জানান, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অধীনস্থ পুলিশ সদস্য বা অপরাধীর কোনো অপরাধের বিষয়ে সরাসরি অভিযোগ পেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, শিগগিরই ‘টক টু ডিআইজি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। এই অ্যাপের মাধ্যমে যে কেউ তথ্য প্রদান করতে পারবেন এবং ডিআইজির সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও তিনি আশ্বাস দেন।
এ.আই/এম.আর