ঢাকা, ২১ মে, ২০২৫: রাজধানীর হাজারীবাগের জাফরাবাদে ফটোগ্রাফার নুরুল হক এবং জিগাতলায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আলভী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। এই দুই মামলায় জড়িত ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রমনা বিভাগের ডিসি মো. মাসুদ আলম।
মাসুদ আলম জানান, নুরুল হক হত্যার ঘটনায় ১০ জন এবং আলভী হত্যাকাণ্ডে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। নুরুল হক হত্যার মূল পরিকল্পনাকারী নাঈমের নেতৃত্বে একটি টিকটক গ্রুপ এই হত্যাকাণ্ডে জড়িত ছিল। তারা জাফরাবাদ এলাকায় নুরুলকে ডেকে এনে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে এবং তার দুটি ক্যামেরা ছিনিয়ে নেয়। পুলিশ ইতোমধ্যে ক্যামেরাগুলো উদ্ধার করেছে এবং হত্যায় ব্যবহৃত চাপাতিসহ ১০ জনকে গ্রেফতার করেছে।
অন্যদিকে, জিগাতলায় আলভীকে কথাকাটাকাটি ও অপমানের জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এ ঘটনায় চারজন গ্রেফতার হয়েছে, এবং বাকি জড়িতদের শনাক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অচিরেই তাদের আইনের আওতায় আনা হবে।
এই দুই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং আসামিদের গ্রেফতারের মাধ্যমে ডিএমপি আইন-শৃঙ্খলা রক্ষায় তৎপরতার পরিচয় দিয়েছে।
এ.আই/এম.আর