খুলনা, ২১ মে ২০২৫: বাংলাদেশ নৌবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে খুলনায় ৮ জন প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ ও নৌবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনী। সোমবার রাত ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার হোটেল সুইফট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ৩৮ জন চাকরি প্রত্যাশীকেও উদ্ধার করা হয়, যাদের পরে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আশিকুর রহমান, শাকিল আহমেদ, মো. আলহাজ আলী, নয়ন আলী, শামীম ইসলাম; ফরিদপুরের রাজবাড়ি উপজেলার ফরহাদ মন্ডল; মেহেরপুরের গংনী উপজেলার মোস্তাকিম; বাগেরহাটের মোল্লারহাট উপজেলার রিয়াজ মোল্লা এবং রাজশাহীর বাগমারা উপজেলার আমিরুল ইসলাম।
সোনাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, বাংলাদেশ নৌবাহিনীর তিতুমীরে নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে এই প্রতারক চক্র বিভিন্ন জেলা থেকে চাকরি প্রত্যাশীদের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিল। তারা চাকরি প্রত্যাশীদের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়াসহ মোটা অঙ্কের টাকা দাবি করেছিল। প্রতারকরা হোটেল সুইফটের তিনটি কক্ষ ভাড়া করে এই অপকর্ম চালাচ্ছিল।
অভিযানে ৫টি মোবাইল ফোন, ৩৬ সেট ১০০ টাকা মূল্যের স্ট্যাম্প এবং কয়েকটি ব্ল্যাঙ্ক চেক উদ্ধার করা হয়। প্রতারকদের লক্ষ্য ছিল ৯-১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া। ভোরে নৌবাহিনীর সদস্যরা গ্রেপ্তারকৃতদের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করেন এবং নৌবাহিনীর বানৌজা পিও (আর) মো. আরিফুল ইসলামের দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ.আই/এম.আর