ঢাকা, ২০ মে ২০২৫: রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানে ২৮ বোতল বিদেশি মদ এবং ১০৬ ক্যান বিয়ারসহ মো. সজল (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে ঢাকা মেট্রো কার্যালয়ের (দক্ষিণ) টিম এই অভিযান পরিচালনা করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উপপরিচালক মো. মানজুরুল ইসলামের তত্ত্বাবধানে সূত্রাপুর সার্কেলের পরিদর্শক কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত সজল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, গত ৫ থেকে ৬ মাস ধরে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। সে গুলশান এলাকা থেকে মাদক সংগ্রহ করে নিজ বাসায় মজুত করত এবং আসন্ন ঈদ উপলক্ষে খুচরা বিক্রির জন্য এসব বিদেশি মদ ও বিয়ার সংরক্ষণ করেছিল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ.আই/এম.আর