নারায়ণগঞ্জ , ১২ মে, ২০২৫ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১২ মে) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমান এই আদেশ দেন। তবে, আইভীর আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে ডিভিশন সুবিধা প্রদানের অনুমতি দেন।
আইভীর আইনজীবীরা জানান, জুলাই আন্দোলনের সময় আইভী কখনোই মাঠে নামেননি। তারা শামীম ওসমানকে বিনা বাধায় দেশ ত্যাগের অনুমতি দেওয়া হলেও আইভীর গ্রেপ্তারের বিষয়ে আপত্তি জানান।
অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, “আমরা জামিনের আবেদন করেছিলাম, কিন্তু আদালত তা মঞ্জুর করেননি। আমরা এখন উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করব।”
এর আগে, গত বৃহস্পতিবার রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আইভীর বাসায় অভিযান চালান। শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানায় গার্মেন্টস শ্রমিক মিনারুল হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালত তাকে জেল হাজতে পাঠান।
এ.আই/এম.আর