ঢাকা, ৮ মে ২০২৫ :পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের নামে দুবাইয়ে অবস্থিত একটি ফ্ল্যাট ক্রোক এবং দুটি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের অংশ হিসেবে এই আদেশ জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) দুদকের উপপরিচালক জয়নাল আবেদীনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, তাহসিন রাইসা বিনতে বেনজীর তার জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জন করেছেন এবং অবৈধভাবে অর্থ বিদেশে পাচার করেছেন। এই কার্যক্রম দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ২৭(১) অনুযায়ী ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত। সংযুক্ত আরব আমিরাত থেকে অপরাধের মাধ্যমে অর্জিত অর্থ ফিরিয়ে আনার জন্য তাহসিনের স্থাবর সম্পত্তি (দুবাইয়ের ফ্ল্যাট) ক্রোক এবং অস্থাবর সম্পত্তি (ব্যাংক হিসাব) ফ্রিজ করা অত্যন্ত জরুরি বলে আবেদনে উল্লেখ করা হয়।
বেনজীর আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের তদন্ত গত কয়েক মাস ধরে তীব্রতর হয়েছে। এর আগে আদালতের নির্দেশে তাদের একাধিক ব্যাংক হিসাব, বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব এবং ঢাকার গুলশানসহ বিভিন্ন স্থানে অবস্থিত ফ্ল্যাট ও বিশাল জমি ক্রোক করা হয়েছে। সাবেক আইজিপি ও তার পরিবারের বিরুদ্ধে তাদের ঘোষিত আয়ের তুলনায় অসম সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
এই সর্বশেষ আদেশটি দুদকের আন্তঃসীমান্ত অর্থ পাচার রোধ এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ পুনরুদ্ধারের প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তদন্তের অগ্রগতির সঙ্গে এই মামলায় আরও উন্নয়ন প্রত্যাশিত।
এ আই/এম.আর