Monday, May 5, 2025

বিদ্যুৎ সাশ্রয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন ডেসকো চেয়ারম্যান

৫ মে, ২০২৫, ঢাকা : ডেসকো বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম বিদ্যুৎ সাশ্রয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সোমবার (৫ মে) নিকুঞ্জ কনভেনশন হলে ডেসকোর আওতাধীন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে ‘সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহার’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, “এই সভা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে আয়োজনের দুটি কারণ রয়েছে। প্রথমত, বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিদ্যুতের বড় গ্রাহক। দ্বিতীয়ত, শিক্ষকরা যদি আজকের আলোচনা থেকে দুই মিনিট সময় নিয়ে ছাত্রছাত্রীদের মনে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি গেঁথে দিতে পারেন, তাহলে তারা ভবিষ্যতে কর্মক্ষেত্রে গিয়ে নেতৃত্ব দেওয়ার সময় এই অভ্যাস সহজেই গ্রহণ করতে পারবে।”
তিনি আরও বলেন, “বিদ্যুৎ উৎপাদনে সরকারকে প্রতি ইউনিটে ৫ টাকা ভর্তুকি দিতে হচ্ছে। অতীতের অনিয়মের কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাত এখন চরম আর্থিক সংকটে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে ভর্তুকি কমাতে হবে। এজন্য আমাদের সকলকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ। তিনি বলেন, “আপনার সাশ্রয়ী বিদ্যুৎ অন্যের চাহিদা পূরণ করতে পারে। আমন্ত্রিতদের পরামর্শ আমরা অবশ্যই বাস্তবায়ন করব।”
নর্দান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোস্তাফিজুর রহমান বলেন, “বিদ্যুৎ সাশ্রয়ে আমাদের বিবেক ও নৈতিকতাকে কাজে লাগাতে হবে।”
বিজিএমইএ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক সিরাজুল করিম চৌধুরী বলেন, “বিদ্যুৎ সংক্রান্ত জটিলতাগুলো সহজভাবে জনগণের কাছে তুলে ধরতে হবে। সুইচে অটোমেশন প্রযুক্তি প্রয়োগ করতে হবে, যাতে নির্দিষ্ট সময় পরে সুইচ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।”

এ.আই/এম.আর

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.