Sunday, May 18, 2025

সড়ক ছাড়াই অর্ধকোটি টাকার সেতু নির্মাণ, দুদকের অভিযান

পঞ্চগড়, ১৮ মে ২০২৫ – পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় সড়ক ছাড়াই একটি ছোট নালার ওপর প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে একটি সেতু নির্মাণের ঘটনায় হতবাক স্থানীয়রা। গণমাধ্যমে খবর প্রচারের পর দুর্নীতি দমন কমিশন (দুদক) ঘটনাস্থলে অভিযান চালিয়েছে।

রোববার (১৮ মে) দুপুরে তিরনইহাট ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় নির্মাণস্থলে অভিযান পরিচালনা করেন দুদকের ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আজমির শরীফ মারজী। তিনি সেতু নির্মাণে ব্যবহৃত উপকরণ (পাথর, বালি, সিমেন্ট, রড) এর নমুনা সংগ্রহ করেন এবং সেতুর মাপ, ডিজাইন ও গুণগত মান যাচাইয়ে প্রাথমিক তদন্ত করেন। পরে তিনি তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে প্রকল্পের নথিপত্র পর্যালোচনা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মন্ডলপাড়া গ্রামের কবরস্থান সংলগ্ন একটি ছোট নালার ওপর ২০২৩-২৪ অর্থবছরের ‘গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু নির্মাণ’ প্রকল্পের আওতায় এই সেতু নির্মিত হচ্ছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৪৩ লাখ ৩৬ হাজার ২২ টাকা, যা বাস্তবায়ন করছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়।
আজমির শরীফ মারজী বলেন, “গণমাধ্যমে প্রচার ও অভিযোগের ভিত্তিতে আমরা সরেজমিনে তদন্ত করেছি। নমুনা ও নথিপত্র সংগ্রহ করা হয়েছে। পরীক্ষাগারে নমুনার ফলাফল পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানে উপস্থিত ছিলেন দুদকের পঞ্চগড় ও ঠাকুরগাঁও সম্মিলিত কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসেন, কনস্টেবল আব্দুস সামাদ ও শামীম হোসেন এবং উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী আল আমিন।

এ.আই/এম.আর


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.