বাংলা নববর্ষের ঐতিহ্যবাহী ‘মঙ্গল শোভাযাত্রা’র নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়।
ডিন অধ্যাপক আজহারুল ইসলাম জানান, ‘মঙ্গল’ শব্দটি নিয়ে আপত্তি থাকার কারণে, এর পরিবর্তে শোভাযাত্রার মূল নাম ‘আনন্দ শোভাযাত্রা’ পুনরায় ব্যবহার করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য—‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। শোভাযাত্রায় ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতীকী মোটিফ প্রদর্শিত হবে।
নববর্ষ উদযাপনে সুরের ধারা, ২৮টি জাতিগোষ্ঠী, এবং বামবার মতো সংগঠনসহ নারী ফুটবলারদের অংশগ্রহণ থাকবে। মানিক মিয়া এভিনিউতে ড্রোন শোসহ অন্যান্য অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি, ১৩ এপ্রিল চারুকলার বকুলতলায় চৈত্রসংক্রান্তি উদযাপন হবে।
এ আই/এম.আর