বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রাজধানী ঢাকাসহ দেশের ১১ অঞ্চলে মধ্যরাতের মধ্যে ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে। এই অঞ্চলে সাময়িক দমকা বা ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশনা
উক্ত পূর্বাভাসের ভিত্তিতে, আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট ১১ অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে নির্দেশ দিয়েছে।
এছাড়া, দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার এই পরিবর্তনজনিত কারণে জনগণকে সতর্ক থাকা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
আগামী কয়েক দিন আবহাওয়ার আরো পরিবর্তন হতে পারে বলে মনে করছে সংস্থাটি। তাই সাধারণ জনগণকে সার্বক্ষণিক আবহাওয়ার খবর জানতে অনুরোধ করা হয়েছে।
এ আই/এম.আর