সাভারের আশুলিয়া থানায় বিউটিশিয়ান শারমীন শিলা ওরফে ‘ক্রিম আপা’র বিরুদ্ধে শিশু সন্তানদের ব্যবহার করে টিকটক ভিডিও তৈরি করে অর্থ উপার্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান।
অভিযোগে উল্লেখ করা হয়, শারমীন শিলা সামাজিক যোগাযোগমাধ্যমে তার শিশু সন্তানদের জোরপূর্বক বিভিন্ন ভিডিওতে অংশগ্রহণ করিয়ে অর্থ আয়ের চেষ্টা করেন। সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেছে, তিনি তার দুই বছরের মেয়ে জিমকে জোর করে মুখ খুলিয়ে কেক খাওয়ানোর চেষ্টা করছেন, যা সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এ ঘটনাটি শিশু সুরক্ষার জন্য অমানবিক বলে অভিযোগ ওঠে।
এছাড়াও শারমীন শিলা তার ভিডিওতে নানা বিতর্কিত কাজের মাধ্যমে টাকা আয়ের চেষ্টা করেছেন, যেমন চুল ন্যাড়া করে বা ভারী গহনা পরে ভিডিও তৈরি করা। তার কার্যকলাপে শিশুদের উপর শারীরিক ও মানসিক ক্ষতির প্রভাব স্পষ্ট।
এ নিয়ে ‘একাই একশো’ নামক একটি শিশু সুরক্ষায় কাজ করা সংগঠন ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দিয়েছে। পাশাপাশি সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে ক্রিম আপা ফেসবুক লাইভে ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের ভিডিও তৈরি করবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
বর্তমানে তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা আসামিকে গ্রেফতারের চেষ্টা করছেন।
এ আই/এম.আর