ফেনী জেলার আলিয়া কামিল মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার সময় নকল সরবরাহের ঘটনায় মো. ইউনুস নামের এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা এই দণ্ডাদেশ দেন। অভিযুক্ত মো. ইউনুস ফেনী সদর উপজেলার মটুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার সূত্রপাত হয় দাখিল পরীক্ষার কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষার সময়। ফেনী আলিয়া কামিল মাদরাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে ইউএনও সুলতানা নাসরিন কান্তা কেন্দ্র পরিদর্শনে যান। পরিদর্শনের সময় তিনি দেখতে পান, মো. ইউনুস শ্রেণিকক্ষে এক পরীক্ষার্থীকে হাতে লিখে প্রশ্নের উত্তর সরবরাহ করছেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে যাচাই করা হলে পরীক্ষার্থীর উত্তরপত্রেও নকল সরবরাহের সত্যতা পাওয়া যায়।
ঘটনার পরপরই অভিযুক্ত শিক্ষক মো. ইউনুস নিজের দোষ স্বীকার করেন। ইউএনও সুলতানা নাসরিন কান্তা তাৎক্ষণিকভাবে তাকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন। এই দণ্ডাদেশের মাধ্যমে প্রশাসন পরীক্ষার সুষ্ঠুতা বজায় রাখতে কঠোর অবস্থান গ্রহণ করেছে।
এই ঘটনা শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা রক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। প্রশাসনের এই পদক্ষেপ শিক্ষার্থীদের মধ্যে নকলের প্রবণতা কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। তবে, শিক্ষকদের এমন আচরণ শিক্ষাব্যবস্থার প্রতি আস্থা কমিয়ে দিতে পারে, যা সমাজের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
এ আই/ এম.আর