আন্তর্জাতিক ডেস্ক, ৩০ এপ্রিল ২০২৫
গত সপ্তাহে ক্যাথলিক চার্চের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া চলছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) স্থানীয় সময়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, তিনি কাকে পরবর্তী পোপ হিসেবে দেখতে চান। মজার ছলে ট্রাম্প বলেন, “আমি পোপ হতে চাই। এটাই আমার প্রথম পছন্দ।”
তবে তিনি সঙ্গে সঙ্গে জানান, এ বিষয়ে তার আসলে কোনো নির্দিষ্ট পছন্দ নেই। তিনি উল্লেখ করেন, নিউইয়র্কে একজন ভালো কার্ডিনাল আছেন। ট্রাম্প বলেন, “দেখা যাক কী হয়।”
মজা করলেও ট্রাম্প কখনো পোপ হতে পারবেন না। তিনি শুধু বিশ্বের ব্যস্ততম ব্যক্তিদের একজনই নন, তিনি তিনবার বিয়ে করেছেন। পোপ হিসেবে নির্বাচিত ব্যক্তিকে অবিবাহিত ও ব্রহ্মচারী হতে হয়।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, নিউইয়র্কের কার্ডিনাল তিমোথি ডোলান, যাকে ট্রাম্প সম্ভবত উল্লেখ করেছেন, পরবর্তী পোপের সংক্ষিপ্ত তালিকায় নেই। তবে যুক্তরাষ্ট্রের নিউজার্সির আর্চবিশপ কার্ডিনাল জোসেফ তোবিন এই তালিকায় রয়েছেন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে কেউ পোপ হননি।
গত সপ্তাহে ট্রাম্প তার স্ত্রী ম্যালেনিয়াকে নিয়ে ভ্যাটিকান সিটিতে যান এবং পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নেন।
এ.আই/এম.আর