জ্যেষ্ঠ প্রতিবেদক, ৩০ এপ্রিল ২০২৫
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (১ মে ২০২৫) সকাল ৯টার মধ্যে ঢাকাসহ দেশের ১০টি অঞ্চলে ঝড় হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে সংস্থাটি।
বুধবার (৩০ এপ্রিল) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, যশোর, সাতক্ষীরা এবং সিলেট অঞ্চলগুলোতে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ.আই/এম.আর