৩০ এপ্রিল ২০২৫, ১৪:০৯
ঢাকা: রাজধানীর উত্তরার আজমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ বাস ভাঙচুর এবং শিক্ষার্থী আহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় উত্তরা পশ্চিম থানা পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
বুধবার (৩০ এপ্রিল) উত্তরা জোনের সহকারী কমিশনার (এসি) সাদ্দাম হুসাইন এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতভর অভিযান চালিয়ে এই গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, বাস ভাঙচুর ও শিক্ষার্থীদের আঘাতের ঘটনায় অজ্ঞাতপরিচয় ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে টঙ্গী-গাজীপুর রুটে চলাচলকারী ‘ক্ষণিকা’ বাসে হামলার ঘটনা ঘটে। এতে বাসের চালকসহ কয়েকজন শিক্ষার্থী আহত হন এবং ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা নেন।
ঘটনার পর মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ উত্তরা পশ্চিম থানায় যান।
এ.আই/এম.আর