আন্তর্জাতিক:
পাকিস্তান ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, পাকিস্তানের সিনেটে সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাস হয়, যাতে ভারতের অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করা হয়। পাকিস্তান সতর্ক করে বলেছে, এ ঘটনাকে কেন্দ্র করে ভারতের যেকোনো আগ্রাসী পদক্ষেপের ‘চূড়ান্ত জবাব’ দেওয়া হবে।
সিনেট অধিবেশনে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ভারত কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলছে। তিনি জানান, জাতীয় নিরাপত্তা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সার্ক ভিসায় পাকিস্তানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগ করতে হবে। দার আরও বলেন, বৃহস্পতিবার ২৬টি দেশকে এ বিষয়ে ব্রিফ করা হয়েছে, এবং বাকিদের শুক্রবার ব্রিফ করা হবে।
পাকিস্তানের সশস্ত্র বাহিনী ‘সম্পূর্ণ প্রস্তুত’ উল্লেখ করে দার ভারতকে সতর্ক করে বলেন, যেকোনো শত্রুতামূলক পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে। তিনি সিন্ধু পানিবণ্টন চুক্তির বিষয়ে বলেন, এটি একতরফাভাবে স্থগিত করা যাবে না, কারণ চুক্তির শর্ত অনুযায়ী পারস্পরিক ঐকমত্য প্রয়োজন। তিনি জোর দিয়ে বলেন, পানি ২৪ কোটি পাকিস্তানির জীবনের সঙ্গে জড়িত, এবং পানি স্থগিতের হুমকিকে জাতীয় নিরাপত্তা কমিটি যুদ্ধের সমতুল্য ঘোষণা করেছে।
এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন। ব্রিটিশ স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেন, ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে প্রাণঘাতী ঘটনাকে কেন্দ্র করে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ‘পূর্ণ মাত্রার যুদ্ধ’ শুরু হতে পারে। তিনি বিশ্ব সম্প্রদায়কে এ নিয়ে ‘উদ্বিগ্ন’ হওয়ার আহ্বান জানান।
দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির ফলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
এ.আই/এম.আর