ঢাকা:
গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মোট ১,৬৪২ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অভিযানে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত ১,০৭২ জন আসামি এবং অন্যান্য ঘটনায় ৫৭০ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানের সময় পুলিশ একটি পিস্তল, একটি একনলা বন্দুক, পাঁচটি পাইপগান, দুইটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজ, পাঁচটি চাইনিজ কুড়াল, একটি রামদা, তিনটি দা, একটি কিরিচ, তিনটি চাকু, একটি কাচি, একটি হাতুড়ি, একটি লাঠি, তিনটি রড, একটি কুচা এবং একটি সুলফি উদ্ধার করেছে।
এই অভিযান দেশজুড়ে আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে পুলিশের নিরলস প্রচেষ্টার প্রতিফলন।
এ.আই/এম.আর