আন্তর্জাতিক ডেস্ক, ২৫ এপ্রিল ২০২৫
জম্মু-কাশ্মিরে ২৬ জনের হত্যাকাণ্ডের ঘটনায় সৃষ্ট পাকিস্তান-ভারত উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। শুক্রবার (২৫ এপ্রিল) ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এই প্রস্তাব দিয়ে বলেন, “ভারত ও পাকিস্তান ইরানের ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী। আমাদের সম্পর্ক শতাব্দী প্রাচীন সাংস্কৃতিক সভ্যতার ওপর প্রতিষ্ঠিত। অন্যান্য প্রতিবেশীর মতো তাদেরও আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিই। ইসলামাবাদ ও নয়াদিল্লিতে আমাদের দূতাবাসের মাধ্যমে এই কঠিন সময়ে দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া তৈরির চেষ্টা করব।”
মাইক্রোব্লগিং সাইট এক্সে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে আরাগচি পার্সিয়ান কবি সাদির একটি কবিতা উল্লেখ করেন। কবিতায় সাদি লিখেছেন, “মানুষ একটি পরিবার; যদি একজন সদস্য কষ্টে থাকে, অন্যরাও অস্বস্তিতে থাকবে।”
গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটে। ভারত পাকিস্তানের পরোক্ষ জড়িত থাকার অভিযোগ তুলে সিন্ধু নদের পানি চুক্তি বাতিল, পাকিস্তানিদের জন্য সব ধরনের ভিসা সুবিধা বন্ধ এবং প্রধান সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দেয়। জবাবে পাকিস্তান ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমায় প্রবেশ নিষিদ্ধ করেছে, সীমান্ত ক্রসিং বন্ধ করেছে এবং ভারতীয়দের ভিসা সুবিধা বাতিল করেছে।
শুক্রবার ভারতের জলশক্তিমন্ত্রী জানান, সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেন পাকিস্তানে না যায়, সে ব্যবস্থা করা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার পাকিস্তান সতর্ক করে বলেছে, ভারত যদি পানির প্রবাহ বন্ধ করার চেষ্টা করে, তবে তা যুদ্ধের কাজ হিসেবে বিবেচিত হবে এবং তারা সেই অনুযায়ী পদক্ষেপ নেবে।
এ.আই/এম.আর