আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫
জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উত্তর ওয়াজিরিস্তান জেলার হাসান খেল এলাকায় সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা ঠেকাতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে গত তিন দিনে কমপক্ষে ৭১ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।
পাকিস্তান সেনাবাহিনীর আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ২৫ ও ২৭ এপ্রিল ধারাবাহিক অভিযানে ৫৪ জন সন্ত্রাসী নিহত হয়। এরপর রোববার গভীর রাতে নতুন অভিযানে আরও ১৭ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। আইএসপিআর দাবি করেছে, এই সন্ত্রাসীরা “তাদের ভারতীয় প্রভুদের” নির্দেশে কাজ করছিল।
নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। আইএসপিআর আরও জানিয়েছে, ভারতের “ভিত্তিহীন অভিযোগের” মধ্যেই এই অনুপ্রবেশের চেষ্টা হয়েছে, যা স্পষ্টতই বিদেশি ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। এই ধরনের কার্যকলাপকে তারা “রাষ্ট্রদ্রোহ” ও “বিশ্বাসঘাতকতা” হিসেবে অভিহিত করেছে।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রায় আড়াই হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্তের বেশিরভাগ অংশ উন্মুক্ত এবং নিরাপত্তা ব্যবস্থা দুর্বল। এ কারণে সীমান্তে প্রায়ই সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। চলতি মাসের শুরুতেও উত্তর ওয়াজিরিস্তানে অনুরূপ একটি ঘটনায় ৮ জন সন্ত্রাসী নিহত হয়েছিল।
এই সংঘর্ষ পাকিস্তান, আফগানিস্তান এবং ভারতের মধ্যে জটিল আঞ্চলিক গতিশীলতা এবং সীমান্তের ভঙ্গুর নিরাপত্তা পরিস্থিতির প্রতিফলন ঘটাচ্ছে।
এ.আই/এম.আর