সারাদেশ, ২৮ এপ্রিল ২০২৫,
সোমবার (২৮ এপ্রিল ২০২৫) সকাল থেকে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে দেশের পাঁচ জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। কুমিল্লা, কিশোরগঞ্জ, নেত্রকোণা, সুনামগঞ্জ ও চাঁদপুরে এসব ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কৃষক, ছাত্র ও গৃহবধূ রয়েছেন। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে বিস্তারিত প্রতিবেদন নিম্নে দেওয়া হলো।
কুমিল্লা: চারজনের মৃত্যু, দুজন স্কুলছাত্র
কুমিল্লার বরুড়া ও মুরাদনগর উপজেলায় সকাল ১০টা থেকে দুপুরের মধ্যে বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু হয়েছে। একজন আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
মুরাদনগরের কোরবানপুর এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষক—জুয়েল ভূইয়াঁ (৩৫) ও নিখিল দেবনাথ (৬০)—মারা যান। বরুড়ার পয়ালগুচ্ছ গ্রামে দুপুরে বজ্রপাতে দুই ষষ্ঠ শ্রেণির ছাত্র, ফাহাদ হোসেন (১৩) ও সায়মন হোসেন, মারা যান। তারা মাঠে ঘুড়ি ওড়াচ্ছিলেন। স্থানীয়রা তাদের হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংশ্লিষ্ট থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
কিশোরগঞ্জ: হাওরে তিনজনের মৃত্যু
কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইন উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়। অষ্টগ্রামে ধান কাটতে গিয়ে দুই কৃষক—ইন্দ্রজিত দাস (৩৫) ও স্বাধীন মিয়া (১৪)—মারা যান। মিঠামইনে ফুলেছা বেগম (৬৫) নিজের খলায় ধানের খড় ঢাকতে গিয়ে বজ্রপাতের শিকার হন। অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন ও মিঠামইন থানার এএসআই দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সুনামগঞ্জ: কলেজছাত্রের মৃত্যু
সুনামগঞ্জের শাল্লা উপজেলার বুড়িগাঙ্গাল হাওরে সকালে বজ্রপাতে রিমন তালুকদার (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়। রিমন শাল্লা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি গরুকে ঘাস খাওয়াতে গিয়ে বৃষ্টির মধ্যে আশ্রয় নেওয়ার চেষ্টাকালে বজ্রপাতে মারা যান। তার সঙ্গে থাকা একটি গবাদিপশুও মারা যায়।
চাঁদপুর: গৃহবধূর হার্ট অ্যাটাক
চাঁদপুরের কচুয়ায় দুপুরে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতের শব্দে হার্ট অ্যাটাক করে বিশকা রানী সরকার (৪৫) নামে এক গৃহবধূ মারা যান। তিনি তার স্বামী হরিপদ সরকারের সঙ্গে ধানের জমিতে কাজ করছিলেন। বজ্রপাতের শব্দে তিনি মাটিতে পড়ে যান। কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কচুয়া থানার ওসি আজিজুল ইসলাম জানান, শরীরে আঘাতের চিহ্ন না থাকায় এটি স্বাভাবিক মৃত্যু হিসেবে বিবেচিত হয়েছে।
নেত্রকোণা: মাদরাসা ছাত্রের মৃত্যু
নেত্রকোণার মদন উপজেলার তিয়াশ্রী গ্রামে ভোর ৬টায় বজ্রপাতে আরাফাত মিয়া (১০) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়। ঘটনাটি তার বাড়ির সামনে ঘটে। মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান জানান, নিহতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হবে।
বজ্রপাতের এই ঘটনাগুলো বর্ষার সময় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি তুলে ধরে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বৈরী আবহাওয়ায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।
এ.আই/এম.আর