আরাকান আর্মির হাতে আটক হওয়া ৫৫ জন জেলে, যাদের মধ্যে ১৩ জন বাংলাদেশি ও ৪২ জন রোহিঙ্গা, বিজিবির মাধ্যমে ফেরত এসেছে। তারা কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে আটক হয়েছিল। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে শাহপরীর দ্বীপ জেটি ঘাট দিয়ে তাদের ফেরত আনা হয়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশ্চিত করেছেন যে প্রাথমিক চিকিৎসা ও তথ্য যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ আই/এম.আর