সুনামগঞ্জ, ১ মে ২০২৫: সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে চলা সুরমা নদী দিয়ে ট্রলারে করে পাচারের সময় ৯০টি ভারতীয় গরু আটক করেছে প্রশাসন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় শহরের সাহেববাড়ী ঘাট এলাকায় অভিযান চালিয়ে এই গরুগুলো জব্দ করা হয়। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্মকর্তারা জানিয়েছেন, গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গরুগুলো ভারতের মেঘালয় রাজ্য থেকে দোয়ারাবাজার উপজেলার ভোগলাবাজার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে ভোগলাবাজার গরুর হাটে এগুলো স্থানীয় গরুর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। কাগজপত্রে ‘স্থানীয়’ দেখিয়ে নদীপথে দেশের বিভিন্ন স্থানে পাচারের চেষ্টা করা হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ বিজিবি সুনামগঞ্জ ব্যাটালিয়নের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়ের নেতৃত্বে অভিযান চালানো হয়। এতে ৯০টি গরুসহ একটি ট্রলার জব্দ করা হয়।
২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, “আমরা আগেই জানতে পারি, নদীপথে সুনামগঞ্জ হয়ে ভারতীয় গরুর একটি বড় চালান দেশের অভ্যন্তরে পাঠানো হবে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।” আটক গরুগুলো বর্তমানে সুনামগঞ্জ ২৮ বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তার যাচাইয়ে প্রমাণ মিলেছে যে বেশিরভাগ গরুই মেঘালয়ের। আপাতত গরুগুলো স্থানীয়দের জিম্মায় হস্তান্তর করা হবে।
প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরসহ আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এ.আই/এম.আর