ঢাকা, ১ মে ২০২৫: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পুলিশের প্রকৃত শক্তি অস্ত্র নয়, বরং জনগণের আস্থা অর্জন। পুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত ‘নাগরিক ভাবনায় জনতার পুলিশ: নিরাপত্তা ও আস্থার বন্ধন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি বলেন, “ইতিহাস আমাদের শিখিয়েছে, অস্ত্র নয়, জনগণের আস্থাই পুলিশের প্রকৃত শক্তি। পুলিশ যদি জনগণের পাশে থাকে, তবে তারা ভয়ের প্রতীক নয়, বরং ভরসার আশ্রয় হয়ে ওঠে।”
অস্ত্র নয়, জনগণের আস্থাই পুলিশের প্রকৃত শক্তি: আইজিপি
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ড. সলিমুল্লাহ খান। আইজিপি বলেন, পুলিশের প্রতি জনগণের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয় যখন তারা দেখে যে, এই বাহিনী কেবল আইন প্রয়োগ নয়, জনগণের অধিকার রক্ষা ও মানবিক মূল্যবোধ বজায় রাখার দায়িত্ব পালন করছে। তিনি আরও বলেন, “‘জনতার পুলিশ’ শুধু একটি পরিচয় নয়, এটি একটি দর্শন, যা নিরাপত্তার পাশাপাশি আস্থা, শ্রদ্ধা ও সম্মান গড়ে তোলে।”
বিশিষ্ট নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন নিউএজ পত্রিকার সম্পাদক নুরুল কবির, শিল্পপতি সৈয়দ নাসিম মঞ্জুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাজ্জাদ সিদ্দিকী, পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক চৌধুরী সায়মা ফেরদৌস, নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডা. জাহেদ উর রহমান, সাবেক আইজিপি মো. আব্দুল কাইয়ুম ও নুরুল হুদা। সমাপনী বক্তব্য রাখেন স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি গোলাম রসুল।
ড. সলিমুল্লাহ খান বলেন, পুলিশের জনপ্রিয়তার ঘাটতি নিয়ে উদার আলোচনা প্রয়োজন এবং জনগণের সঙ্গে দূরত্ব কমাতে হবে। নুরুল কবির বলেন, পুলিশকে জনতার পুলিশ হতে হলে ন্যায়-অন্যায় বিচারের বুদ্ধিমত্তা থাকতে হবে। সৈয়দ নাসিম মঞ্জুর পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও স্বাধীন কাজের সুযোগের ওপর জোর দেন। অধ্যাপক সাজ্জাদ সিদ্দিকী বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার বন্ধ করলে পুলিশের ইমেজ উন্নত হবে।
শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতা, লেখক, খেলোয়াড়, শিল্পী, অর্থনীতিবিদ ও শ্রমিক নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার নাগরিক এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্যে গোলাম রসুল বলেন, “আমরা জনতার মুখোমুখি নয়, পাশাপাশি থাকব। আমরা সাধারণ মানুষের কাছে যেতে চাই, জনতার পুলিশ হতে চাই।”
এ.আই/এম.আর