ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও এটিএন বাংলার স্টাফ রিপোর্টার মিজান শাজাহানের মা মরিয়ম বেগম গতকাল রোববার (৩০ নভেম্বর) রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
সোমবার (১ ডিসেম্বর) বাদ জোহর স্থানীয় মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন তিনি। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মরিয়ম বেগম। তিনি স্বামী মাস্টার আব্দুল খালেক, তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, পুত্রবধূ ও জামাতাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরিয়ম বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
