রুশ জ্বালানি তেল ক্রয়কে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যেও অবিচল থাকায় ভারতের প্রশংসা করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ভারত মুক্ত বাণিজ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েনের সময়ে নয়াদিল্লি তা প্রমাণ করেছে।
মঙ্গলবার ইন্দোনেশীয় সংবাদমাধ্যম কম্পাসকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখা সব দেশের ওপর চাপ সৃষ্টির কৌশল নিয়েছেন। উদাহরণ হিসেবে আমরা ভারতের কথা বলতে পারি। আমাদের দীর্ঘদিনের বাণিজ্যিক মিত্র এবং গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার ভারতের ওপর অতি উচ্চমাত্রার রপ্তানি শুল্ক আরোপ করা হয়েছে।”
ধারণা করা হয়েছিল যে, শুল্ক আরোপের পর ভারত ওয়াশিংটনের সঙ্গে দরকষাকষি করে তা কমানোর চেষ্টা করবে। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, দেশের গরিব ও খেটে খাওয়া মানুষের স্বার্থে তার সরকার রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখবে