ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সভা-সেমিনার, মানববন্ধনসহ যেকোনো কর্মসূচি পালনের জন্য পূর্বানুমতি নিতে হবে—এমন নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (১০ সেপ্টেম্বর, ২০২৫) ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এই নতুন নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমালোচনা করেছেন। রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও এই সিদ্ধান্তকে প্রহসনমূলক আখ্যা দিয়ে ক্ষোভ জানিয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছাত্র-উপদেষ্টা অফিসে তালিকাভুক্ত সংগঠন বা সমিতি বা ক্লাব ছাড়া অন্য কোনো সংগঠন বা সমিতির নামে ক্যাম্পাসে কোনো সভা, সমাবেশ, মানববন্ধন বা অন্য কোনো কর্মসূচি পালন করা যাবে না। তালিকাভুক্ত হতে হলে সংগঠনকে উপদেষ্টা পরিষদের তালিকা, গঠনতন্ত্র এবং পূর্ণাঙ্গ কমিটি (উপদেষ্টা পরিষদের স্বাক্ষরসহ) ছাত্র-উপদেষ্টা অফিসে জমা দিতে হবে।
ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল ধরেননি এবং খুদে বার্তার জবাবও পাওয়া যায়নি।