সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রশংসায় ভাসিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, জুনিয়র অফিসাররা যেন সারওয়ারের কাছ থেকে শিক্ষা নেয়। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “শুধু সিলেট নয়, সততা, সাহস, এবং কর্মনিষ্ঠার জন্য সারাদেশের মানুষ আপনাকে ভালোবাসে।”
পোস্টে তিনি সারওয়ারের একটি ঘটনার উল্লেখ করেন। র্যাবের ম্যাজিস্ট্রেট হিসেবে অভিযান চালিয়ে সারওয়ার একসময় দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছিলেন। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে শক্তিশালী দুর্নীতিবাজ চক্র তার প্রমোশন আটকে দেয় এবং তাকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে গুরুত্বহীন পদে বদলি করে। কোভিডের শেষদিকে মধ্যপ্রাচ্যগামী কর্মীদের ভ্যাকসিনের জন্য মন্ত্রণালয় ঘেরাও করা হয়। মন্ত্রী ও সচিবের আশ্বাসেও কর্মীরা শান্ত না হলেও সারওয়ারের কথায় তারা শান্ত হন। “তাকে দেখে কর্মীরা শান্ত হলো। তিনি জানালেন কবে ভ্যাকসিন দেওয়া হবে। তার আশ্বাসে ম্যাজিকের মতো কাজ হলো। কর্মীরা অবরোধ তুলে চলে গেল,” লেখেন নজরুল।
পোস্টের শেষে তিনি লেখেন, “সারওয়ার, আপনাকে মিস করি। দোয়া করি, জুনিয়র অফিসাররা আপনাকে দেখে শিখুক। শুধু সিলেট নয়, সততা, সাহস, আর কর্মনিষ্ঠার জন্য সারাদেশের মানুষ আপনাকে ভালোবাসে। এটাই আমাদের আশাবাদী থাকার কারণ।”