দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা এবং মনোনয়ন প্রত্যাশী চিত্রনায়িকা অপু বিশ্বাসের হঠাৎ বিএনপির মঞ্চে হাজির হওয়া বিতর্কের জন্ম দিয়েছে। বিনোদন জগতের অনেকেই এই ঘটনাকে সহজভাবে নেননি। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। বিএনপিসহ শোবিজের অনেকেই ঘটনার নিন্দা জানিয়েছেন।
এবার ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ফোঁড়ন কেটেছেন চিত্রনায়িকা পরীমণি। তিনি বলেছেন, ‘দিদি ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি।’
উল্লেখ্য, বিগত সরকারের আমলে আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারণায় নিয়মিত উপস্থিত থাকতেন অপু বিশ্বাস। এবার বিএনপির অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি নতুন আলোচনার জন্ম দিয়েছেন।