বলিউড অভিনেতা টাইগার শ্রফ ও বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্তের সিনেমা *বাগী ৪* গত শুক্রবার মুক্তি পেয়েছে। সাজিদ নাদিয়াওয়ালার প্রযোজনা এবং এ হর্ষ পরিচালিত এই সিনেমাটি ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে অ্যাকশন-প্যাকড সিনেমা হিসেবে প্রচারিত হয়েছিল। সিনেমায় টাইগার শ্রফকে দেখা গেছে সঞ্জয় দত্তের বিরুদ্ধে একটি মিশনে।
সম্প্রতি *বাগী ৪* মুক্তির আগে পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত জানিয়েছেন, কেন তিনি এই সিনেমায় কাজ করতে রাজি হয়েছিলেন। তিনি বলেন, টাইগার শ্রফের মতো তরুণ অভিনেতার সঙ্গে কাজ করে তার নিজেকেও নতুন অভিনেতার মতো মনে হয়েছে।
তিনি জানান, “এই চরিত্রের জন্য আমি অনেক পরিশ্রম করেছি। শরীরচর্চা থেকে শুরু করে কঠোর প্রশিক্ষণ নিয়েছি এবং নিজেকে নতুন করে তৈরি করেছি।”