ভারতের অন্যান্য রাজ্যে বাঙালিদের হেনস্থার ঘটনা নিয়ে আবার প্রশ্ন উঠেছে। উত্তরপ্রদেশের বস্তি জেলায় মুর্শিদাবাদের ১৮ জন ফেরিওয়ালাকে বাংলায় কথা বলার অপরাধে 'বাংলাদেশি' সন্দেহে আটক করে নির্যাতন করেছে পুলিশ বলে অভিযোগ। এই ঘটনা বিজেপি-শাসিত রাজ্যে বাঙালিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জাগিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এমন ঘটনায় প্রতিবাদ করেছেন।
তথ্যমতে, মুর্শিদাবাদ থেকে কাজের সূত্রে উত্তরপ্রদেশের বস্তি জেলায় গিয়েছিলেন এই ১৮ জন বাঙালি। তারা শিশুদের প্লাস্টিকের খেলনা ও গৃহস্থালির সরঞ্জাম ফেরি করে বিক্রি করতেন। নগর থানা এলাকার একটি ভাড়া বাড়িতে তারা থাকতেন। গত শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, গভীর রাতে পুলিশ বাড়িতে হানা দিয়ে বাংলাদেশি সন্দেহে তাদের আটক করে। পরিচয়পত্র যেমন ইপিক (ভোটার আইডি) ও আধার কার্ড দেখালেও মুক্তি পাননি।
এই ঘটনা বিজেপি-শাসিত রাজ্যে বাংলায় কথা বললে 'বাংলাদেশি' তকমা দিয়ে নিগ্রহের অভিযোগকে নতুন করে তুলে ধরেছে। বাঙালি শ্রমিকদের সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।