পশ্চিমা দেশগুলোতে জব্দ হওয়া রুশ সম্পদ ইউক্রেনকে হস্তান্তরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, এসব সম্পদ আইনি পথে ফেরত পাওয়া সম্ভব না হলেও ‘ইন কাইন্ড’ অর্থাৎ ভূমি, সম্পত্তি ও স্থাবর-অস্থাবর সম্পদের মাধ্যমে রাশিয়া তা পুনরুদ্ধার করবে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রুশ বার্তা সংস্থা তাস এ খবর প্রকাশ করেছে।
ব্রিটিশ সরকার মঙ্গলবার ঘোষণা করে, তারা ইউক্রেনকে ১.৩ বিলিয়ন ডলার দিয়েছে, যা রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞায় জব্দকৃত সম্পদ থেকে উপার্জিত মুনাফা। একই সঙ্গে লন্ডন জানায়, যুদ্ধবিরতি কার্যকর হলে কিয়েভে সেনা পাঠানোর বিষয়টি তারা বিবেচনা করছে।