Saturday, September 6, 2025

ছাগলকাণ্ডে মতিউর রহমানকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে ১১ পুলিশ সাময়িক বরখাস্ত

শনিবার (৬ সেপ্টেম্বর, ২০২৫) কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এক আদেশে ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে এক পুলিশ কর্মকর্তাসহ দশ কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন।

অভিযুক্ত পুলিশ সদস্যরা হাজতি মতিউর রহমানকে ঢাকার আদালতে হাজিরার পর কিশোরগঞ্জ জেলা কারাগারে নিয়ে যাওয়ার পথে একটি হোটেলে খাবার গ্রহণ ও আলাদা কক্ষে বিশ্রামের সুযোগ করে দেওয়ার অভিযোগের মুখোমুখি হয়েছেন। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন—এসআই আবুল কাশেম, কনস্টেবল মনিরুজ্জামান, কবির হোসেন, ইমরান, নির্জন খান, শামীম আলম, রনি হোসেন, শরীফুল ইসলাম, তানভীর রহমান, আবু সাইদ মিয়া এবং রবীন্দ্র দাস। গত ১২ আগস্ট মতিউর রহমানকে ঢাকার আদালতে হাজিরার পর কিশোরগঞ্জ জেলা কারাগারে নিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পরে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে এই পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়।

সূত্র জানায়, ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান এবং তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে কয়েক মাস আগে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গ্রেপ্তার করে। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। গত কোরবানির ঈদের সময় মতিউর রহমান, যিনি একাদশ বিসিএসের (শুল্ক ও আবগারি) কর্মকর্তা ছিলেন, ‘ছাগলকাণ্ডে’ আলোচনায় আসেন।
এরপর তাকে এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। রাষ্ট্রীয় সোনালী ব্যাংকের সরকার মনোনীত পরিচালক পদ থেকেও তাকে সরিয়ে দেওয়া হয়। মতিউর, তার স্ত্রী ও সন্তানদের সম্পদের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দুর্নীতি দমন কমিশন (দুদক) তার সম্পদের অনুসন্ধান শুরু করে। গত ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে ১১ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ১২০ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুটি মামলা দায়ের করে দুদক। এছাড়া চলতি বছরের শুরুতে মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ, মেয়ে ফারজানা রহমান ইপ্সিতা এবং ছেলে তৌফিকুর রহমান অর্নবের বিরুদ্ধে ১২৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে তিনটি মামলা করে দুদক।[](https://www.news24bd.tv/details/240825)[](https://www.ittefaq.com.bd/715477/%25E0%25A6%25B0%25E0%25A6%25BF%25E0%25A6%25AE%25E0%25A6%25BE%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25A1-%25E0%25A6%25B6%25E0%25A7%2587%25E0%25A6%25B7%25E0%25A7%2587-%25E0%25A6%2595%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A6%25BE%25E0%25A6%2597%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%25E0%25A7%2587-%25E0%25A6%259B%25E0%25A6%25BE%25E0%25A6%2597%25E0%25A6%25B2%25E0%25A6%2595%25E0%25A6%25BE%25E0%25A6%25A3%25E0%25A7%258D%25E0%25A6%25A1%25E0%25A7%2587-%25E0%25A6%2586%25E0%25A6%25B2%25E0%25A7%258B%25E0%25A6%259A%25E0%25A6%25BF%25E0%25A6%25A4-%25E0%25A6%25AE%25E0%25A6%25A4%25E0%25A6%25BF%25E0%25A6%2589%25E0%25A6%25B0)[](https://www.banglanews24.com/national/news/bd/1455109.details)

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.