মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি যৌন নিপীড়নের অভিযোগে বড় ধরনের বিপাকে পড়েছেন। ২০২৩ সালের একটি ধর্ষণের ঘটনায় ফরাসি প্রসিকিউটররা পিএসজি ডিফেন্ডারের বিরুদ্ধে বিচার শুরুর আহ্বান জানিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে হাকিমি ১৫ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন।
২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি, অভিযোগকারী নারী দাবি করেন, ইনস্টাগ্রামে পরিচয়ের পর হাকিমি তাকে প্যারিসের বাসায় আমন্ত্রণ জানান এবং নিজেই গাড়ি পাঠিয়ে আনেন। এরপর তিনি তার সম্মতি ছাড়াই শারীরিক সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পরপরই ওই নারী একজন বন্ধুকে ফোন করে বিষয়টি জানান এবং পরদিন পুলিশের কাছে অভিযোগ করেন।
পিএসজি এখনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি, তবে তারা হাকিমির পাশে থাকার কথা জানিয়েছে এবং বিচার প্রক্রিয়ার প্রতি পূর্ণ আস্থা রাখছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তদন্তকারী বিচারক সিদ্ধান্ত নেবেন।