পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যুক্তরাজ্যে চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লুসিএল)-এর সাম্প্রতিক বিতর্কের পর ব্যক্তিমালিকানাধীন ক্রিকেট লিগে ‘পাকিস্তান’ নাম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই টুর্নামেন্টে ‘পাকিস্তান চ্যাম্পিয়নস’ দলের হয়ে খেলছেন সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি, মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক। পিসিবি স্পষ্ট জানিয়েছে, ভবিষ্যতে তাদের আনুষ্ঠানিক অনুমতি ছাড়া কোনো দল বা লিগ ‘পাকিস্তান’ নাম ব্যবহার করতে পারবে না।
*টেলিকম এশিয়া স্পোর্টস*-এর প্রতিবেদনে পিসিবির একটি সূত্রের বরাতে বলা হয়, গত বৃহস্পতিবার বোর্ড অব ডিরেক্টরসের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডব্লুসিএল-এ ‘ভারত চ্যাম্পিয়নস’ দল দুই দফায় পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানানোয় পিসিবির শীর্ষ কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেন। লিগ পর্ব ও সেমিফাইনালে ভারত পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করলে পাকিস্তান ফাইনালে পৌঁছে যায়। ফাইনালে তারা দক্ষিণ আফ্রিকা লিজেন্ডসের বিপক্ষে খেলবে। পিসিবি এই ম্যাচ খেলার অনুমতি দিলেও ভবিষ্যতে ‘পাকিস্তান’ নামের অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস আইসিসি বা পিসিবি অনুমোদিত কোনো টুর্নামেন্ট নয়। টুর্নামেন্টের ওয়েবসাইটে বলা হয়েছে, এটি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) অনুমোদিত একমাত্র লিজেন্ডস ক্রিকেট লিগ, যা এর বিশ্বাসযোগ্যতা ও মান নিশ্চিত করে।