Wednesday, August 27, 2025

জাতীয় রাজনীতি স্বস্তিদায়ক অবস্থায় নেই: রুহুল কবির রিজভী

জামালপুরের দেওয়ানগঞ্জে অর্থসহায়তা ও অটোরিকশা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জাতীয় রাজনীতি বর্তমানে স্বস্তিদায়ক অবস্থায় নেই। বুধবার বিকেলে দেওয়ানগঞ্জ গার্লস হাইস্কুল মাঠে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত জামালপুরে গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের মধ্যে এই সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “জাতীয় রাজনীতি স্বস্তিদায়ক অবস্থায় নেই বলে আমি মনে করি। ৫ আগস্ট যে রক্তঝরা আন্দোলনের মধ্য দিয়ে একটি ভয়ংকর রক্তপিপাসু দানবের পতন হলো, তারপর এ দেশের মানুষ প্রত্যাশা করেছিল একটি শান্তিময় রাজনৈতিক পরিবেশ তৈরি হবে। মানুষের সেই প্রত্যাশা এখনো আছে, শেষ হয়নি। কিন্তু কোথাও কোথাও আমার মনে হয়, কারও কোনো উদ্দেশ্য আছে কি না? কিছু বিষয় নিয়ে যে কথাবার্তা হচ্ছে, তা মানুষের কাছে কাম্য নয়।” তিনি আরও বলেন, “দুই-একটি রাজনৈতিক দল, যারা আন্দোলনও করেছে, তারা ‘পয়েন্ট অব নো রিটার্ন’ বলে একটি কথা বলছে। তাদের সেই অবস্থান থেকে সরে আসা যাবে না, ওটাই হতে হবে। তারা আন্দোলন করেছে, তাহলে আমরা কী করেছি? গত ১৬ বছরে আমাদের এমপি, নির্বাচিত প্রতিনিধি, যুবনেতারা গুম হয়েছেন, হত্যার শিকার হয়েছেন। ইছামতী, মধুমতী ও শীতলক্ষ্যা নদীর তীরে আমাদের অনেক নেতা-কর্মীর লাশ পাওয়া গেছে। একটি ভয়ংকর ফ্যাসিবাদী শাসনের মোকাবিলা করে জুলাই-আগস্টের অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান। এগুলো কি সব বৃথা গেছে? এগুলো কি মিথ্যা হয়ে গেছে?” সংস্কার কমিশন প্রসঙ্গে রিজভী বলেন, “আজকে সংস্কার কমিশন গঠিত হয়েছে। তারা বসছেন। কিছু বিষয়ে সবাই একমত হচ্ছেন, আবার কিছু বিষয়ে দ্বিমত হচ্ছেন। এটাই গণতন্ত্রের রীতি। কিন্তু আগে প্রস্তাব দিচ্ছেন, তারপর শর্ত দিচ্ছেন। এটা কী ধরনের কথা? তারা আনুপাতিক নির্বাচনের (পিআর) প্রস্তাব দিয়েছেন। কিন্তু এ দেশের মানুষের অনেকেই পিআর কী, তা জানেন না। এটা তারা আগে চালু করেননি।” তিনি আরও বলেন, “পিআর নিয়ে আগে কখনো আলোচনা হয়নি। বুদ্ধিজীবী, সুশীল সমাজ কখনো এই কথা বলেননি। হঠাৎ করে পিআর বা আনুপাতিক ভোটের দাবি তুলেছেন। জোরজবরদস্তি শুরু করেছেন। এটা ছাড়া তারা নির্বাচনে যাবেন না। এটা তো কথা ছিল না। মানুষ এই ধারণার সঙ্গে পরিচিত নয়। তবু দুই-একটি রাজনৈতিক দল এ নিয়ে অযৌক্তিক দাবি তুলেছে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান। বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন, বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান (মিল্লাত), জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার, সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন প্রমুখ।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.