নরসিংদী, ৫ আগস্ট ২০২৫: নরসিংদীর মাধবদীতে গ্যাস পাইপলাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে এক গৃহবধূ নিহত এবং তার দুই শিশুসন্তান গুরুতরভাবে দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার (৪ আগস্ট) রাত ১১টার দিকে উপজেলার নূরালাপুর ইউনিয়নের আলগী গ্রামে তাদের নিজ বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ঢামেক মর্গে রয়েছে এবং দগ্ধ দুই সন্তান হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত গৃহবধূ আকলিমা বেগম (৩০) এম আর এমরানের স্ত্রী। গুরুতরভাবে দগ্ধ হয়েছে তাদের দুই সন্তান সিয়াম (১২) ও সামিয়া (১৪)। আকলিমা ও এমরান স্থানীয় একটি টেক্সটাইল মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
এদিকে, গত সোমবার ভোরে নরসিংদী সদরে তিতাস গ্যাসের পাইপলাইন ফেটে আগুন লাগায় শহর ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখে কর্তৃপক্ষ। ফলে শিল্প প্রতিষ্ঠানসহ জেলার প্রায় সাড়ে চার হাজার গ্রাহক দিনভর চরম দুর্ভোগের মধ্যে পড়েন।