রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মার্কেটের ৫ তলায় এ আগুন লাগে। আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, “আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন সংবাদও পাইনি। পরে বিস্তারিত জানা যাবে।”