মুম্বাইয়ের বান্দ্রা ফ্যামিলি কোর্টে বলিউড অভিনেতা গোবিন্দর বিরুদ্ধে তার স্ত্রী সুনীতা আহুজা আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছেন। বেশ কিছুদিন ধরে তাদের ৩৭ বছরের দাম্পত্য জীবনে ফাটলের গুঞ্জন চলছিল, এবার তা আদালতের নথিতে স্পষ্ট হলো।
হিন্দু ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৫ অনুযায়ী দায়ের করা এই মামলায় সুনীতার অভিযোগ—গোবিন্দ পরকীয়ায় জড়িয়েছেন, মানসিক নির্যাতন করেছেন এবং দাম্পত্যে প্রতারণা করেছেন। গত ২৫ মে আদালত গোবিন্দকে তলব করলেও তিনি হাজির হননি, ফলে তার নামে শোকজ নোটিশ জারি করা হয়। এদিকে, সুনীতা জুন মাস থেকে নিয়মিত শুনানিতে অংশ নিচ্ছেন এবং আদালতের নির্দেশিত কাউন্সেলিং সেশনে যোগ দিচ্ছেন।
তবে গোবিন্দের ঘনিষ্ঠ মহলের দাবি ভিন্ন। *হিন্দুস্তান টাইমস*কে দেওয়া এক প্রতিক্রিয়ায় তার এক বন্ধু বলেন, “বিচ্ছেদের প্রশ্নই ওঠে না। মানুষ পুরোনো বিষয়গুলো অযথা টেনে আনছে।” গোবিন্দের ম্যানেজারও জানান, “প্রতিটি দম্পতির জীবনেই কিছু মতবিরোধ থাকে। এগুলোকে এখন অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে।”